শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল : বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টার সময় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবশের মধ্য দিয়ে সনি-রিপন সমমনা পরিষদ ও রবি-আজিম সম্মিলিত ঐক্য পরিষদের প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়।
এ নির্বাচনে সনি-রিপন পরিষদের এ কে এম আতিকুজ্জামান সনি, রবি-আজিম পরিষদে রবিউল ইসলাম রবি ও স্বতন্ত্র প্রার্থী কবির উদ্দিন গাজী সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে সনি-রিপন পরিষদের নুরুজ্জামান রিপন ও রবি-আজিম পরিষদের আজিম উদ্দিন গাজী প্রতিদ্বন্দিতা করছেন। এসময় সনি-রিপন পরিষদের সহ-সভাপতি পদে ইদ্রিস আলী, মশিয়ুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান সুমন, অর্থ সম্পাদক পদে বিপ্লব হোসেন, পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম রিপন, কার্যকরি সদস্য আলমগীর হোসেন, রাজু আহম্মেদ, সোহেল মাহমুদ, হায়দার আলী। রবি-আজিম পরিষদের সহ-সভাপতি পদে মশিয়ুর রহমান, হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক পদে মুছা করিম, পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ মাখম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, কার্যকরি সদস্য আহসান হাবীব, মহব্বত আলী। এ নির্বাচনে দপ্তর সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান প্রতিদ্বন্দিতা করছেন। এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা সদর আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ঠ ট্রান্সপোর্ট ব্যবসায়ী কওছার আলী, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মন্টু ডাক্তার, আব্দুর রশিদ, বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত সময়ে প্রধান নির্বাচন কমিশনার দিলিপ বাবু জানান, গত ১৯ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে ১ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৮ মার্চ নির্বাচনকে ঘিরে ৩সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশনের অন্যান্যরা হলেন শাহাদত হোসেন ও শাহজাহান সবুজ।