শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল : যশোরের বেনাপোলে সীমান্ত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিন্নু মিয়া (২৫ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে৪৯ বিজিবি সদস্যরা।
দুইয়ে নভেম্বর শনিবার দুপুর তিন টার সময় ঘিবার মাঠে মেহগনি বাগানের ভিতর থেকে তাকে আটক করা হয়।আটকৃত আসামী বেনাপোল পোর্ট থানাধী ঘিবা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
৪৯বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান,গোপন সংবাদে মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট এনে মাঠের মধ্যে মেহগনি বাগানে অবস্থান করছে মাদক ব্যাবসায়ী। সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয় ।আটকৃত আসামী বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: