বেনাপোল সীমান্তে ডলার সহ এক পাচারকারী আটক

http://www.71news24.com/2019/03/18/1128

 শাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল: যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্টে ২০ হাজার ইউএস ডলার ও ২২৪০ ভারতীয় রুপি সহ নারায়ণ (৩৬)নামে একজন পাচারকারীকে আটক করেছে ৪৯বিজিবি।

 

৪ঠা নভেম্বর দুপুর ১ টার সময় তাকে আটক করে বিজিবি।সে মুন্সিগনজ জেলার সিরাজদী খান থানার বরুইহাজী গ্রামের বিজয় এর ছেলে।

 

বেনাপোল বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us: