বেনাপোল প্রতিনিধি, যশোর : বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ১৫ হাজার ও ৯ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল থেকে বেলা ৫টা পর্যন্ত এ টাকা উদ্ধার হয়।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইসামাইলের ছেলে মালেক হোসেন ও ছোট আচড়া গ্রামের আনছার আলীর ছেলে সুমন হোসেন।
বেনাপোল পুটখালী বিজিবি সুত্রে জানা যায়, মসজিদ বাড়ি চেকপোষ্টে মালেককে তল্লাশি করলে তার নিকট সাড়ে ৪ লাখ হুন্ডির টাকা পাওয়া যায়। এরপর বেনাপোল ক্যাম্পের বিজিবি সদস্যরা ছোটআচড়া মোড়ে সুমনকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে ৯ লাখ ৭৫ হাজার ও ৯ হাজার জাল টাকা উদ্ধার করে।
২১ বিজিবির অধিনায়ক লে, কর্নেল ইমরান উল্লাহ সরকার ও ৪৯ বিজিবির লে.কর্নেল সেলিম রেজা হুন্ডির টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।