বেরোবির শিক্ষার্থী বাস চলবে ৬ রুটে, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

http://www.71news24.com/2019/03/18/1128

নাজমুল হুদা নিমু, বেরোবি প্রতিনিধি,রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সুবিধার্থে নতুন ছয়টি বাস রুটের উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ নতুন এ ছয় বাস রুটের উদ্বোধন করেন।

নতুন রুট উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, নতুন ৬টি রুটে চলাচলকারী বাসগুলোতে ওঠা-নামার জন্য শিক্ষার্থীরা নির্ধারিত স্টপেজ ব্যবহার করবেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র পরিধান করে বাস রুট ব্যবহারের পরামর্শ দেন।

পরে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পরিবহন পুলের বাসগুলো ব্যবহারে সচেতনতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডে নিজেদের সুশৃঙ্খল থাকারও আহ্বান জানান।

নতুন বাসরুটগুলো হলো-

রুট নং ০১: বিশ্ববিদ্যালয়-তাজহাট-রেলগেট-শাপলা-লালবাগ-বিশ্ববিদ্যালয়।

রুট নং ০২: বিশ্ববিদ্যালয়-সাতমাথা-প্রেসক্লাব-শাপলা-লালবাগ-বিশ্ববিদ্যালয়।

রুট নং ০৩: বিশ্ববিদ্যালয়-ধান গবেষণা-বৈরাগীগঞ্জ-বিশ্ববিদ্যালয়।

রুট নং ০৪: বিশ্ববিদ্যালয়-দর্শনা-টার্মিনাল-নিশবেতগঞ্জ-পিটিসি-শাপলা-লালবাগ-বিশ্ববিদ্যালয়।

রুট নং ০৫: বিশ্ববিদ্যালয়-দর্শনা-টার্মিনাল-মেডিক্যাল মোড়-সিও বাজার-হাজীরহাট-মেডিক্যাল মোড়-টার্মিনাল-বিশ্ববিদ্যালয়।

রুট নং ০৬: বিশ্ববিদ্যালয়-দর্শনা-টার্মিনাল-মেডিক্যাল মোড়- ডিসি মোড়-চেকপোস্ট-বিশ্ববিদ্যালয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে শুরু করে মর্ডাণ মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসে।

Please follow and like us: