ব্রাক্ষণডাঙ্গা গ্রামের মাঝপাড়ায় মনা’র মসজিদ সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর অফিস : যশোরের ব্রাক্ষণডাঙ্গা গ্রামের মাঝপাড়ায় মনা’র মসজিদ সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা। যা দেখার কেউ নেই।
স্থানীয় সূত্রে ও স্বরজমিনে
জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার ০৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গা মাঝপাড়ায় মনা’র মসজিদ সংলগ্ন রাস্তাটি বেহাল অবস্থায় দীর্ঘদীন যাবৎ রয়েছে।
শুক্রবার (০৮ মে-২০ ইং) সকাল ১০ টার দিকে স্বরজমিনে গিয়ে রাস্তার এ বেহাল অবস্থার চিত্র দেখা যায়।
এ নিয়ে এলাকাবাসীসহ প্রতিদিনের হাজার-হাজার পথচারীরা পড়েছে চরম বিপাকে। এই জনবহুল রাস্তা দিয়ে প্রতিদিন চলাফেরা করে এলাকাবাসীসহ আশ- পাশের কয়েক গ্রামের হাজারো মানুষ। শুধু তাই নয়, চলাফেরা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুরা, মাদ্রাসা,মাধ্যমিক বিদ্যালয়,কলেজ পড়ুয়া অসংখ্যা ছাত্র-ছাত্রীরা। শিশুরা স্কুলে আসা-যাওয়ার সময় কেউ,কেউ আবার কাঁদা-পানির ভিতর পড়ে যায়। ফলে শিক্ষা গ্রহন করতে বাধাগ্রস্ত হচ্ছে এলাকার কোমলমতি শিশুরা। এলাকাবাসীরা আরো জানান, এই রাস্তা দিয়ে আমাদের গ্রামসহ আশপাশের অনেক গ্রামের কৃষক প্রায় দুই শত হেক্টর জমির ফসল আনা-নেয়ার কাজ করেন। তারা রাস্তার উপরে হাটু কাঁদা-পানির জন্য চলতি বোরো ধানের ফসল ঘরে নিতে হিমশিম খাচ্ছে।
তারা আক্ষেপ করে বলেন, এই জনবহুল রাস্তাটি ব্রিটিশ আমলের তৈরী কিন্তু দুঃখের বিষয় হলো তারপর থেকে এ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, তার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে প্রাধনমন্ত্রী জননেনত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। তাই এলাকাবাসীর প্রাণের দাবী এই জনবহুল প্রাচীনতম রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক, তাহলে গ্রামবাসীসহ হাজারো পথচারীরা চিরকৃতজ্ঞ থাকবে বলে তারা জানিয়েছন।

Please follow and like us: