ভারতীয় নারী ক্রিকেটার হারমানপ্রীতকে নিষিদ্ধ ঘোষণা করল আইসিসি

http://www.71news24.com/2019/03/18/1128

স্পোর্টস নিউজ :

ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মঙ্গলবার সন্ধ্যায় এক বার্তায় হারমানপ্রীতের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আইসিসি।

শনিবার মিরপুরে ভারত-বাংলাদেশের মধ্যকার তৃতীয় এক দিনের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য ছাড়াও ম্যাচের পর অক্রিকেটীয় আচরণে শাস্তি পেতে হচ্ছে তাকে।

 

সিরিজ নির্ধারণী ম্যাচটিতে একই সঙ্গে লেভেল ওয়ান ও লেভেল টু ধরনের অপরাধ করেছেন হারমানপ্রীত। কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি, যেটি লেভেল টু পর্যায়ের অপরাধ। এটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সঙ্গে সম্পর্কিত।

 

ম্যাচের ৩৪তম ওভারে আম্পায়ার তানভীর আহমেদ তাকে স্লিপে ক্যাচ আউট দেওয়ার পর সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারত অধিনায়ক। এ অপরাধে হারমানপ্রীতের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়, দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টও।

সাধারণত এ ধরনের অপরাধে ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, সঙ্গে তিন বা চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।

নিষেধাজ্ঞার ফলে আসন্ন এশিয়ান গেমসের প্রথম দুটি ম্যাচ খেলতে পারবেন না হারমানপ্রীত।

Please follow and like us: