ভারতীয় ট্রেনের বগি থে‌কে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

শাহাবুদ্দিন আহমেদ,‌ প্র‌তি‌নি‌ধি : ভারতীয় আমদা‌নি পণ্যবাহী ওয়াগান ট্রেন থে‌কে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি) সদস্যরা।

 

‌সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার সময় আমদা‌নি পণ্যবা‌হী ওয়াগন থে‌কে বি‌জি‌বি ফেন‌সি‌ডি‌লের এচালান‌টি উদ্ধার ক‌রে।

 

‌বেনা‌পোল ৪৯ কোম্পা‌নি সদর ক্যা‌ম্পের সু‌বেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানতে পেরে, ভারতীয় পাথরবা‌হী এক‌টি ওয়াগান ট্রেন থে‌কে ২৩৫ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার করা হয়।

ওয়াগান‌টির ব‌গি নং-৩০০৫৯৮/৬০০৫৮। এসময় রেলও‌য়ে নিরাপত্তা বা‌হিনী ও কাস্টমস উপ‌স্থিত ছিল।

Please follow and like us: