নাসির উদ্দিন নয়ন কুয়াদা(যশোর)প্রতিনিধি : যশোর মনিরামপুরের ভোজগাতী গ্রামের বাসিন্দা ব্যারিষ্টার কামরুজ্জামানের নিজ অর্থায়নে করোনাভাইরাস প্রতিরোধে দুঃস্থ, অসহায়দের মাঝে ভোজগাতী ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার ভোজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিচুর রহমান তজু’র সভাপতিত্বে ত্রাণ বিতরণ করেন, বঙ্গবন্ধু আইনজীবি পরিষদ নেতা ব্যারিষ্টার মোঃ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আ’লীগের সম্পাদক শহিদুল ইসলাম মোড়ল, উপজেলা যুবলীগ নেতা মঞ্জুর আক্তার, রিপন হোসেন, আ’লীগ নেতা বদরউদ্দীন গাজী, শিক্ষক মোর্শারফ হোসেন, সমাজসেবক আলহাজ্ব হোসেন আলী গাজী, এ্যাড. মনিরুজ্জামান মনির, ইউপি সদস্য শাহিন হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রচি, হুমায়ুন কবিরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যারিষ্টার কামরুজ্জামানে পক্ষে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬০০ পরিবারের মাঝে (চাউল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও সাবান) এ ত্রাণসামগ্রী বাড়িতে পৌঁছে দেয়া হয়।