মণিরামপুরে ফের এক হাজার কৃষকের তালিকা বাছাই 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

মোঃ মেহেদী হাসান :
যশোরের মণিরামপুরে আমন সংগ্রহের লক্ষমাত্রা অর্জনের লক্ষে নতুন এক হাজার কৃষকের তালিকা বাছাই করেছে কৃষি ও খাদ্য অফিস। রোববার (২ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত লটারির মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএনও আহসান উল্লাহ শরিফী, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, এসিল্যান্ড সাইয়েমা হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, মণিরামপুর প্রেসকাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না জানান, এবছর আমন মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে দুই হাজার ৫৩১ মেট্রিকটন ধান ক্রয়ের সিদ্ধান্ত হয়। সেই লক্ষে প্রথম ধাপে লটারির মাধ্যমে বাছাইকৃত দুই হাজার ১৫০ জন কৃষকের তালিকা তৈরি করা হয়। সেই তালিকা ধরে ২৭ জানুয়ারি পর্যন্ত ৯৫০ জন কৃষকের কাছ থেকে এক হাজার ১৪৩ মেট্রিকটন ধান সংগ্রহ করা হয়েছে। এরপর মন্ত্রনালয়ের নির্দেশে নতুন করে লটারির মাধ্যমে আরও এক হাজার কৃষক বাছাই করা হয়েছে। পুরনো ও নতুনভাবে তৈরিকৃত তালিকা ধরে আগামী ২৮ ফেব্রয়ারি পর্যন্ত বাকি ধান সংগ্রহ করা হবে।

 

Please follow and like us: