মোঃ মেহেদী হাসান : মণিরামপুরে অতিরিক্ত দামে ওয়ানটাইম গ্লাস বিক্রির দায়ে বিপন কু-ু নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ১১টার দিকে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান উল্লাহ শরিফী তাকে এই জরিমানা করেন। বিপন কু-ু শহরের হাকোবা এলাকার মলয় কু-ু ছেলে। মণিরামপুর বাজারের কলাহাটায় তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ জানান, মণিরামপুর থানা পুলিশ সাধারণ পোশাকে ক্রেতা সেজে সোমবার রাতে ওই দোকানে যায়। দুই-তিনবার পুলিশ বিপনের কাছ থেকে ওয়ানটাইম গ্লাস কেনে। প্রতিবারই বিপন পণ্যের দ্বিগুণ দাম নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে বিপনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
Please follow and like us: