মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলজেলাধীন মধুপুর উপজেলার দৈনিক বাজারে অবস্হিত শ্রী শ্রী মদন গোপাল দেব বিগ্রহ মন্দিরের ২.১০ একরের পুকুরে বিষ দিয়ে প্রায় ২০ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ১৩ সেপ্টেম্বর ভোরে ঘটনাটি স্থানীয় ও মন্দির কর্তৃপক্ষের নজরে এলে প্রশাসনসহ সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ, মৎস্য বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার পরিমল কান্তি গোস্বামী জানান, প্রায় ১০ লাখ টাকার পোনা মাছ ছেড়ে চাষের জন্য পুকুরের তত্ত্ববধায়ক করা হয়েছিল গোষ্ট সিংহ নামের এক ব্যাক্তিকে। তিনি যথারীতি চাষ করে আসছিলেন।বর্তমানে অনেক মাছ বিক্রি করার উপযুক্ত হয়েছিল।কিন্তু বৃগস্পতিবার রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। এতে সব মাছ মরে ভেসে ওঠে। সাধারণ সম্পাদক আঁখিমল চৌধুরী জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশপ্রশাসন।
মধুপুরে পুকুরে দুর্বৃত্তদের দেয়া বিষে ২০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: