শেখ গফ্ফার রহমান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
১৯৯৩ সালের ১৯ সেপ্টেম্বর জামাত শিবিরের সন্ত্রাসীর হামলায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন নেতা শহীদ জুবায়ের চৌধুরী রিমুর ২৬ তম মত্যুবার্ষীকি উপলক্ষে এবং “শিক্ষা দিবসের চেতনা এবং শহীদ জুবায়ের চৌধুরী রীমুর আত্মত্যাগ ” শিষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১০ টায় বাংলাদেশ ছাত্রমৈত্রী যশোর জেলা দলীয় কার্যালয়ে শহীদ রিমুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় সংগঠনটি।
বাংলাদেশ ছাত্রমৈত্রী’র যশোর জেলা শাখার সভাপতি শ্যামল শর্মা সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বর্তমান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা শাথার সাধারন সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু।
বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বর্তমান যুব মৈত্রী যশোর জেলা সভাপতি অনুপ কুমার পিন্টু। ছাত্রমৈত্রী যশোর জেলা শাখার সহ- সভাপতি সুব্রত বিশ্বাস।
রাজনৈতিক সম্পাদক শুভ্র, জেলা সদস্য শাহীন আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান ভিটু বলেন ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান যে শিক্ষানিতী করেছিল তা ছিল পাকিস্তানের সাম্প্রদায়িক ভাবাদর্শে প্রনীত শিক্ষানিতী।
শরীফ কমিশনের পেক্ষাপট তুলে ধরে ৬২ শিক্ষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন অসাম্প্রদায়িক শিক্ষা আন্দোলনের সৈনিক ছিলেন জুবায়ের চৌধুরী রিমু।
শহীদ রিমুর আত্মদান যেন বৃথা না যাই এজন্য ছাত্রমৈত্রী বর্তমান নেতাকর্মী প্রতি আহবান জানান।
এর পর জেলা সভাপতি শ্যামল শর্মা সমাপনী বক্তব্যে আলোচনা সভা সমাপ্ত হয়।
অনুষ্টানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রমৈত্রী’র যশোর জেলা শাখার অর্থ বিষায়ক সম্পাদক অরুপ মিত্র।