সোমাকে বাচাতে এগিয়ে আসুন, সোমা বেচে থেকে ঘুরে দাড়াতে চাই —
যশোরের বেজপাড়ার ছায়াবিথি রোডের পাশেই বসবাসকারী সোমা বর্তমানে- যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী একজন ছাত্রী। বাবা অশোক রায়-হার্টের রোগী, যশোর শহরের একটি ক্রোকারিজের দোকান ‘জব্বার সুপার সপ’ এ সামান্য বেতনে চাকুরি করেন। মা সবিতা রায় গৃহিণী। তিনিও অসুস্থ।
অভাবী বাবা-মায়ের সংসারে পড়াশোনার পাশাপাশি বড়ছেলের দায়িত্ব পালন করে আসছিলো সোমা। পড়াশোনার পাশাপাশি সোমা ছিলো নিয়মিত হোম টিউটর, দক্ষ কম্পিউটার প্রশিক্ষক এবং গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের একজন সার্ভিস হোল্ডার। এম এম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে অয়ন নামে ওর একমাত্র ছোট ভাই।
সোমার ইচ্ছা ছিলো সমাজকে কিছু দেওয়ার। একজন আদর্শবাদী শিক্ষিকা হওয়ার। কিন্তু কে জানতো ওর ভাগ্যের এই নির্মম পরিহাস হবে! লকডাউন চলমান। বাবা বসে। দূরন্তমনা ছোটভাইও ঘরে বসে আছে একজন চল্লিশোর্ধ্ব ভাবনাযুক্ত অভিভাবকের মতো। সোমার কলেজ বন্ধ, টিউশনি নেই, চাকরি নেই। এখন আর রক্ত দিতে পারে না। সারাদিন ঘরে শুয়েই দিন কাটে সোমার। কীভাবে চলমান থাকবে সবকিছু! ও যে আজ মারাত্মক, মারণব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত! ডাক্তার বলেছেন ইমিডিয়েট অপারেশন করাতে হবে। প্রয়োজন ৫ লক্ষাধিক টাকার। ওদের দ্বারা কীভাবে সম্ভব, এই টাকার জোগাড় করা! কোনভাবেই পারছেনা ওরা টাকার ব্যবস্থা করতে।
তবে কী, সেদিনের সেই হাসিমাখা মুখ, অসহায়ের মুখে হাসি ফোটানো ছোটবোন, সোমার হাসি এতো অল্পতেই ঝরে যাবে! আমরা কী পারিনা ওর স্বপ্ন বাস্তবায়নে, ও’কে সেই লড়াকু সৈনিক করতে, ও’কে সুস্থ করে তুলতে!
জানি, এই মহামারী করোনার থাবায় সবকিছুর গতি এখন মন্থর। গোটা দেশ এখন অসুস্থ। তারপরও অনুরোধ করবো এই রমজান মাসে অনেকেই দান করে থাকেন, এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরাও মন্দিরে দান ও পূজা দিয়ে থাকেন। তাই যার যতটুকু সম্ভব সে ততটুকু দিয়ে সোমার পাশে দাঁড়াবেন আশা রাখি।
দেশিয় বন্ধুরা সোমাকে সাহায্য পাঠাতে___
1631510195984 (Shoma Roy)
(ডাচ্ বাংলা ব্যাংক-নিজস্ব একাউন্ট)
01941346344 (বিকাশ/নগদ)
01941346344 (5)(রকেট)
বিদেশি বন্ধুরা সাহায্য পাঠাতে চাইলে—
Bank Name : Dutch-Bangla Bank Limited
Account No: 1631510195984
Account Name: Shoma Roy
Branch: Jessore
Branch Code: 163
SWIFT Code: DBBLBDDH
Routing Number: 090410947
প্রয়োজনে কথা বলতে পারেন-01926945475 (সবিতা রায়, সোমার মা)
#আসুন সকলে এগিয়ে আসি,এই মেয়েকে বাঁচতে সহযোগিতা করি।