লকডাউনে নতুন ধারা চলছে বলিউডে। সিনেমা হল বন্ধ থাকায় অনলাইন প্লাটফর্ম হয়ে উঠেছে সিনেমার বাজার। সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে মুক্তি পেয়েছে।
তালিকায় আছে আরও বেশ কিছু সিনেমা। তার মধ্যে বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ ছবিটি মুক্তি পাচ্ছে৷
ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন৷ এতে বিদ্যার বিপরীতে দেখা যাবে কলকাতার যিশু সেনগুপ্তকে। শকুন্তলা দেবী ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে৷ এই ঘোষণা দেয়া হয়েছে ইতিমধ্যেই ৷
লকডাউনে হল বন্ধ৷ কবে খুলবে এবং কবে আবার সিনেমাপ্রেমীরা ছবি দেখতে হলে যেতে পারবেন তার কিছুই নিশ্চিত নয়৷ তাই অনলাইনেই ভরসা রাখছে অনেক প্রযোজক ও পরিচালক।
নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মত অনলাইন প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয়৷ লকডাউনে সময় কাটাতে অনেকেই এই ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন৷ তাই পাল্লা দিয়ে এসব ডিজিটাল প্ল্যাটফর্মকেও বাড়াতে হচ্ছে নিজেদের কনটেন্ট৷
শকুন্তলা দেবী ছবিটি ভারতের প্রথম মহিলা গণিতবিদের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এখানে নাম ভূমিকায় থাকছেন বিদ্যা বালান।