মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই’র ১৭তম মৃত্যুবার্ষিকী আজ 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

মাসুদ রানা,মোংলা :
মোংলা পোর্ট পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক মরহুম শেখ আব্দুল হাই এর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। মোংলার সেন্ট পলস হাসপাতালে হৃদরোগ ক্রিয়া বন্ধ হয়ে ২০০৩ সালের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মরহুম শেখ আব্দুল হাই ১৯৮৯ সালের ২৩ ফেব্রুয়ারী মোংলা পোর্ট পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং পর পর ৩ বার মোংলা পৌরবাসীর নির্বাচিত অভিভাবক হিসেবে ২০০৩ সালের ২০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। দিনটি উপলক্ষে মরহুমের নিজ বাসভবনে বিশেষ দোয়া মিলাদের আয়োজন করা হয়েছে। মোংলার জনপ্রিয় “শেখ আব্দুল হাই ব্লাড
ফাউন্ডেশনের” প্রতিষ্ঠাতা, সাংবাদিক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম ও অষ্ট্রেলিয়া প্রবাসী মোঃ আসাদুজ্জামান সাব্বির-এর গর্বিত পিতা তিনি। । তার সহধর্মিনী মিসেস কামরুন নাহার হাই ২০০৯ সাল থেকে বর্তমান দিন পর্যন্ত মোংলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Please follow and like us: