ইমরান হোসেন মিলন: যশোরের ডহর সিংগা গ্রামে পাচ পীরতলায় দান বক্সের তালা ভেঙ্গে দুঃসাহসিকভাবে চুরি করেছে চোরচক্র।ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। জানা যায়, যশোর সদরের রামনগর ইউনিয়নের ডহর সিংগা মৌজায় কামালপুর সংলগ্ন প্রাচীনতম পাচ পীরতল নাম স্থানটি অবস্থিত। সেখানে বহু বছর ধরে এলাকাবাসি সহ আশপাশের অনেক গ্রামের মানুষ মানত,ওয়াজ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। এমনি এই স্থানটিতে এসে মানুষ মানত করে রান্না করে ও খাওয়ার রেওয়াজ আছে অনেক বছর আগে থেকে। প্রায় ছয় মাস আগে একই ইউনিয়নের সিরাজসিংগা গ্রামের মৃত আবু বক্কর গাজীর বড় ছেলে সৌদি প্রবাসি রবিউল ইসলাম রবি দেশে এসে এই পাচপীর তলা নামক স্থানটিতে সিমানা নির্ধারণ করে একটি টিন সেটের ঘর ও একটি দান বক্স তৈরী করে দেন। এবং সেখানে ওয়াজ মাহফিল ও সকল ধর্মের প্রায় হাজারো মানুষের জন্য গন ভোজের আয়োজন করেন। সৌদি প্রবাসি রবিউল ইসলাম রবি মোবাইল ফোনে জানান,আমি অনেক দিন থেকে এই পাচপীর তলার অনেক ভক্ত, তাই ছয় মাস পুর্বে বিদেশ থেকে বাড়ি এসে এই প্রাচনতম স্থানটির সিমানা নির্ধারণ করে একটি ঘর ও দান বক্স তৈরী করে ওয়াজ মাহফিলের আয়োজন করি। পরে আবার বিদেশে চলে আসার সময় ওই জায়গার উন্নয়নের জন্য দান বক্সে প্রায় বারো হাজার টাকা রেখেএসেছিলাম। তারপর অনেক লোক দান বক্সে টাকা দান করেছেন। এখন গতকাল আমার ছোট বোন সেখানে গিয়ে দেখে দান বক্সের তালা ভাঙ্গা, ভিতরে টাকা নেই। তখন সে আমাকে মোবাইল ফোনে জানায়। তিনি আরো বলেন, এই রকম ধর্মীয় একটি জায়গা থেকে দান বক্সের তালা ভেঙ্গে কে বা কারা টাকা চুরি করেছে, এটা খুবই দুঃখজনক। নাম প্রকাশ না করার শর্তে
এলাকার একাধিক ব্যক্তি জানান, পাচপীরতলার পাশে রহমানের আমবাগানে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে চেনা- অচেনা লোকের আড্ডা।এ বিষয়ে এলাকার সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
যশোরের ডহরসিংগায় পাচপীর তলায় দান বক্সের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি সংঘঠিত
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: