বসুন্দিয়ায় গ্রামবাসীর উদ্যোগে ইটের শুড়কি ও বালি দিয়ে রাস্তা মেরামত
বসুন্দিয়া (যশোর) করেসপন্ডেন্ট ঃ যশোর সদরের বসুন্দিয়ায় একাধীক ওয়ার্ডে পানি-কাদা থেকে বাঁচতে গ্রামবাসীর উদ্যোগে মাটির কাঁচা রাস্তা সংস্কারের কাজ অব্যাহত রয়েছে।
গত কয়েকদিন যাবৎ ইউনিয়নের কয়েকটি কাঁচা রাস্তা গ্রামবাসী সামর্থ অনুযায়ী নিজেদের পকেটের টাকায় সংস্কার কাজ করছে। গতকাল মঙ্গলবার সকালে ১১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ষার পানিতে গ্রামের মাটির কাঁচা রাস্তাগুলো অতিরিক্ত কাঁদা হওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোন প্রতিকার না থাকায় দিন দিন রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে। করোনা মহামারীতে থমকে যাওয়া জনজীবনে নেমে আসে আবারও স্থবিরতা। অতীষ্ট হয়ে উঠেছে গ্রামের মানুষের জীবনযাত্রায়। স্থানীয় জনপ্রতিনিধির সদয় দৃষ্টি না থাকায় অবশেষে গ্রামবাসী বালু আর ইটের শুড়কি ব্যবহার করে সাময়িকভাবে রাস্তা সংস্কারের এ উদ্যোগ গ্রহন করেন।
সংস্কারকৃত রাস্তার মধ্যে উল্লেখযোগ্য হলো ১নং ওয়ার্ডের কেফায়েতনগর গ্রামের ২টি রাস্তা। এই রাস্তা দুটির দুইপ্রান্তেই রয়েছে পাকা ও ইটের সলিং কিন্তু মাঝখানে পড়ে আছে যথাক্রমে প্রায় ১৪০০ ফুট এবং প্রায় ১৮০০ফুট কাদায় ভরা কাঁচা রাস্তা। এছাড়া কেফায়েতনগর গ্রামে রয়েছে প্রায় ৩০০০ফুট অবহেলিত আরও একটি বিদ্ধস্থ কাঁচা রাস্তা, যে রাস্তাটি যশোর- খুলনা মহাসড়কের বসুন্দিয়া মোড় বাজার থেকে শুরু হয়ে গ্রামের মাঝ বরাবর জগন্নাথপুর গ্রামে চলে গেছে। গ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও হাট-বাজার থাকলেও যাতায়াত ব্যাবস্থ্যা অত্যন্ত দূর্বল।
গ্রামবাসীর পক্ষ থেকে বলা হয়, জনপ্রতিনিধির অপেক্ষায় আর কতদিন? পানি-কাদার রাস্তাগুলো চলাচলের মত উপযোগী আমাদেরকেই করে নিতে হবে।