যশোরের বসুন্দিয়ায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ে দরপত্রের মাধ্যমে গাছ বিক্রয়- 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস :

যশোর সদরের বসুন্দিয়ায় জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দরপত্রের মাধ্যমে লম্বু গাছ বিক্রয় করা হয়।

যশোর সদরের অন্যতম বিদ্যাপিঠ জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের সীমানায় অবস্থিত বজ্রপাতে ক্ষতিগ্রস্থ একটি লম্বু গাছ বিক্রয়ের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দরপত্র আহবান করেছিলেন। দরপত্র জমার মেয়াদ শেষে আজ সকাল সাড়ে ১০টায় সকল দরপত্র জমাদানকারী ৫ব্যক্তির উপস্থিতিতে বিদ্যালয়ের অফিসকক্ষে দরপত্রগুলি খামখুলে উম্মুক্ত করা হয়।

বক্তব্য রাখেন জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য গৌতম দেবনাথ -ছবি একাত্তর নিউজ ২৪।

জমাদানকারী ৫জন হলেন, নাজমুল হক, এস,এম মানিক, আব্দুল কুদ্দুস, এস,এম ইকবাল কবির পলাশ এবং ওমর আলী। যাচাই বাছাই শেষে সর্বোচ্চ দরদাতা নাজমুল হককে সর্বসম্মতিক্রমে ২৮৫০০/— (আটাইশ হাজার পাঁচশত) টাকায় গাছটি প্রদান করা হয়। দরপত্র যাচাই বাছাই ও গাছ বিক্রয় কার্যক্রমে সভাপতিত্ব করেন প্রেসক্লাব বসুন্দিয়া’র উপদেষ্টা ও জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু, শিক্ষক প্রশান্ত কুমার,  স্কুল পরিচালনা কমিটির সদস্য সেলিমুল আজম, গৌতম দেব নাথ, রিয়াজুল হক লিটন এবং  অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারন সম্পাদক আবু তাহের প্রমুখ।

Please follow and like us: