যশোরের বসুন্দিয়ায় শুরু হয়েছে চারদলীয় ক্রিকেট টুর্নামেন্ট -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর  নিউজ, যশোর অফিস :

“মাদক মুক্ত সমাজ গড়ো, মাদক ছেড়ে খেলতে চলো-খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল”

মুজিব শত বর্ষের এই স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাধাল ভৈরব যুব সংঘের আয়োজনে শুরু হয়েছে জঙ্গল বাধাল ক্রিকেট প্রিমিয়ার লীগ (JPL)  চার দলীয় এ ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহন করছে, শহিদুল ইসলাম মিন্টু ও সেলিমুল আজমের মালিকানাধীন জঙ্গল বাঁধাল সুপার কিংস,

ইকবাল কবির পলাশ ও নাহিদ পারভেজ তুষারের সিঙ্গিয়া সিক্সার্স,শামিমুল হক ও রিয়াজুল হক লিটনের জঙ্গল বাধাল টাইগার্স এবং বিকাশ দেব নাথ ও গৌতম দেব নাথের জঙ্গল বাধাল নাইট রাইডার্স।

প্লে গ্রাউন্ড জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ -ছবি একাত্তর নিউজ ২৪

গত ১১জানুয়ারী জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোদন করেন ভৈরব যুব সংঘের সভাপতি ও প্রেসক্লাব বসুন্দিয়ার  উপদেষ্টা শহিদুল ইসলাম মিন্টু, আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ক্রিকেট প্রেমী দর্শকবৃন্দ।

আগামী ১৫জানুয়ারী শুক্রবার বেলা ২ঃ৩০মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please follow and like us: