যশোরের বসুন্দিয়া টিসার্স এসোসিয়েশনের উদ্দোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থও সনদপ্রদান-71News24

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিবেদক, একাত্তর নিউজঃ

যশোর সদর উপজেলার বসুন্দিয়া টিসার্স এসোসিয়েশন এর চতুর্থ এবং ৭ম শ্রেণির   ৮ তম বৃত্তি পরীক্ষা ২০১৯ ইং এ বৃত্তি প্রাপ্ত ৬৫ জন (ট্যালেন্টপুলে ৫ জন) ছাত্র /ছাত্রীদের সনদ পত্র এবং নগদ অর্থ আজ বুধবার সদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রদান করা হয় ।

করোনা বিজ্ঞাপন

বর্তমান করোনা মহামারীর কথা বিবেচনা করে কোনো গ্যাদারিং ছাড়াই ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে নির্জন পরিবেশে এই সনদ পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি জনাব হাবিবুল আহসান বাবলু এর সম্মতিতে সহ সভাপতি জনাব মোঃ মাসুদুর রহমান অনুষ্ঠানের সুচনা করেন।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক  জনাব আক্তারুল আলম, কোষাধ্যক্ষ জনাব মোজাফফর হোসেন,অর্থ সম্পাদক  প্রভাষক  মোঃ নাজিম উদ্দিন।  এ বছর  বসুন্দিয়া টিসার্স এসোসিয়েশন এর বৃত্তি পরিক্ষায়  ৩৫০ জন অংশ গ্রহণ করে।

Please follow and like us: