একাত্তর নিউজ যশোর অফিস: যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃ হাইকে আজ শনিবার ১৫ আগস্ট বাদ জোহর তার নিজ গ্রাম বসুন্দিয়া শেখপাড়া পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত ১৪ আগস্ট রাতে স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ্য হলে তার চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮বছর। তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে যানাজার আগে প্রশাসনিকভাবে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভুুুমি) মো : জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

নামাজে যানাজার পূর্বে শেখ আঃ হাই এর মুক্তিযুদ্ধকালিন স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ খান। এ সময় বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেলসহ ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বসুন্দিয়া পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষ,
প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি মোঃ কামাল হোসেন এবং সাংবাদিক নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।