শার্শা প্রতিনিধি যশোর : যশোরের শার্শা উপজেলার বহিলাপোতা গ্রামে ইউনিয়ন যুবলীগ নেতা রবিউল ইসলাম (৪২) রাজনৈতিক প্রতিপক্ষদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তাকে গুরুতর অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রবিউল ইসলাম জানান, ২৫ আগস্ট রাতে তিনি বাড়িতে ছিলেন। রাতের খাওয়া শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১১টার দিকে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়ার পোষ্য সন্ত্রাসী বাহিনী প্রধান জব্বার তাকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। এসময় কোনো কিছু বুঝে উঠার আগেই জব্বারের নেতৃত্বে নাজির, লালচান, সাদ্দাম, রায়হান, সলে, মমিনসহ ১৫-২০ জন এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। রবিউলের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা এসময় শুধু রবিউলকে কুপিয়ে ক্ষ্যান্ত হয়নি। প্রতিবেশী হযরত আলী, ইসহাক, ও সুরুজের বাড়িও ভাঙচুর করে। সন্ত্রাসীর দায়ের কোপে রবিউলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তাকে ওই রাতে গুরুতর অবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহত রবিউল বলেন, হামলাকারিরা সকলেই এমপি আফিল গ্রুপের সমর্থক।
শার্শার ওসি মশিউর রহমান বলেন, বিষয়টি আমি জানিনা। আমাদের কাছে কেউ অভিযোগও করেনি। অভিযোগ দিলে ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূইয়া লক্ষ্মনপুর ইউনিয়নে চেয়ারম্যান থাকাকালে দুর্নীতির দায়ে বহিষ্কার হয়েছিলেন। এচাড়া তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।