যশোর অফিস : সোমবার বিকালে যশোর জেলা পরিষদের হল রুমে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম-আসাফো যশোর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত জেলা কমিটির সভাপতি হয়েছেন এসএম সাইফুর রহমান (বাবুল) এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান ।
যশোরে সাংস্কৃতিক অঙ্গণে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী শিল্পীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সাবেক জেলা কমিটির সহ সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও আসাফো’র সাবেক জেলা কমিটির সহ সভাপতি আবুল কালম আজাদ ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান লাল্টুর পরিচালনায় অনুষ্ঠানে ,প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আকমল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম ইকবাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যায়লা জেসমিন।
Please follow and like us: