যশোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসা সেবা কার্যক্রম চালু রাখতে বিএমএ’র নানা কর্মসূচি 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

আবুল কালাম আজাদ ঝিকরগাছা (যশোর)অফিস :
যশোর জেলা বিএমএ ও স্বাস্থ্য প্রশাসন কভিড-১৯ (করোনা)প্রতিরোধে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা চালু রাখতে মনিটরিং কার্যক্রম শুরু করেছে। প্রথম দিন যশোরের ৮উপজেলার ৪টিতে কার্যক্রমের মধ্যে সেন্ট্রাল বিএমএ’র পিপিই, সেনিটািজার ও মাক্স বিতারণ করেছে। আউটডোরে রোগী দেখা, আইসোলেশন টিম, ওয়ার্ড ও তাদের প্রস্তুতির নানা উদ্যোগ নেয়া হয়েছে। কর্মক্ষেত্রে কাজের সুবিধা অসুবিধা সম্পর্কে খোজ খবর, যাতায়াতের সুবিধা অসুবিধা সম্পর্কে খোঁজ খবর নেয়া এবং তাৎক্ষনিক সমাধান দেয়া, এসব বিষয়ে আলোচনাও করা হয়। এসময় উপস্থিত ছিলেন
বিএমএ যশোর এ-র সভাপতি ডাঃ একে এম কামরুল ইসলাম বেনু,
সাধারণ সম্পাদক ডাঃ এম এ বাশার,
যুগ্ম সম্পাদক ডাঃমাহামুদুল হাসান পান্না,
দপ্তর সম্পাদক ডাঃ মর্তুজা,প্রকাশনা সম্পাদক ডাঃ মোস্তফা কামাল সৈকত,
কার্যকরী সদস্য ডাঃমীর আবু মউদ।সিভিল সার্জন ডাঃশেখ আবু শাহীন,
বাঘার পারার উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃশরিফুল ইসলাম,অভয় নগরের ডাঃ এসএম মাহমুদুর রহমান রিজভি,মনিরামপুর -ডাঃ শুভ্রারানী দেবনাথ,
কেশবপুর-ডাঃ মোঃ আলমগীর। এবং কর্তব্য রত চিকিৎসক বৃন্দ।

Please follow and like us: