দুর্নীতি দমন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা
যশোরে কাস্টমস্ পরিদর্শকের কোটি কোটি টাকার সম্পত্তি!
যশোর প্রতিনিধি:
কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুমিল্লায় পরিদর্শক পদে কর্মরত বেলায়েত হোসেন বিলুর বিরুদ্ধে অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে যশোর শহরের বকচর এলাকায় ১০ শতক জমি ক্রয় করে সেখানে বিশাল দুটি আলীশান বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমান বাজারে ঐ জমির প্রতি শতকের মূল্য সর্বনিম্ন ১৫ লাখ টাকা। অর্থাৎ ১০ শতক জমির মোট মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
অনুসন্ধানে জানা গেছে, দুটি জমির ১টিতে ৪ তলা ভবন এবং অপর জমিতে ১টি ১ তলা ভবন তিনি নির্মাণ করেছেন। বর্তমান বাজার অনুযায়ী এ ভবন দুটি নির্মাণ করতে অনুমান ৩ কোটি টাকা ব্যয় হয়েছে। যা তার বৈধ আয়ের সাথে কোনো সামঞ্জস্যতা নেই। অর্থাৎ জ্ঞাত আয় বর্হিভূত অবৈধ অর্থে তিনি এসব সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া ঢাকা উত্তরায় ১টি ফ্লাট এবং নড়াইলের লোহাগড়া উপজেলার রাজাপুর গ্রামের বাড়িতে তিনি নামে-বেনামে আরও অনেক সম্পদ গড়ে তুলেছেন। কাস্টমস্ পরিদর্শক বেলায়েত হোসেন বিলুর একজন ঘনিষ্ট সহকর্মী সূত্রে এতথ্য পাওয়া গেছে। বেলায়েত হোসেন বিলু যশোরে এক সময় সিপাহী পদে চাকুরী করতেন। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে পরিদর্শক হিসেবে কুমিল্লা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগদান করেছেন। এদিকে দুদকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সুকৌশলে এসব সম্পদ স্ত্রীর নামে খরিদ করেছেন বলে সূত্র জানিয়েছে। কাস্টমস্ পরিদর্শক বেলায়েত হোসেন বিলু দীর্ঘদিন সিপাহী পদে চাকুরী করলেও কাস্টমস্ বিভাগের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে তিনি বদলী হয়ে দু’হাতে অবৈধভাবে উপার্জন করেছেন বড় অংকের টাকা। এই অবৈধ অর্থে তিনি জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেছেন বলে কাষ্টমস্ বিভাগের একাধিক সূত্র এতথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, বকচর এলাকায় আজ থেকে চার বছর আগে একটি জমি ক্রয়ের সময় বেলায়েত হোসেন বিলু তার স্ত্রীর সোনার অলংকার বিক্রি করে জমি রেজিস্ট্রি করেছেন। কিন্তু কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া এটি আর্চায্য বিষয়। হয়তো সে সোনা পাচারের সাথে সংযুক্ত থাকতে পারে এবিষয়ে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহনের দাবি জানান।
এব্যাপারে কাস্টমস্ পরিদর্শক বেলায়েত হোসেন বিলুর বক্তব্য গ্রহণের জন্য তার মোবাইলে
একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে তার স্ত্রী মালা বেগম জানান, এসব সম্পদ আমার নামে। আর আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই। কাজেই কোনো কথা থাকলে আমার সাথে বলেন। এক পর্যায়ে তিনি এ প্রতিবেদককে একজন ব্যক্তির মাধ্যমে ঘুষ দেয়ারও চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্নীতিবাজ কাস্টমস্ পরিদর্শক বেলায়েত হোসেন বিলুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে পড়বে বলে তারা মন্তব্য করেন।
Please follow and like us: