মোঃ রাসেল হোসেন, যশোর সদর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়ার ঘুনি ও পদ্মবিলা গ্রামের কয়েকশত বাড়ি-ঘর এবং শত শত মানুষ পানি বন্দিদশা থেকে মুক্তি পেতে আজন সকাল ৯ টায় ভূক্তভোগী এলাকাবাসী ঘুনি এলাকায় যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন করে।
রেলওয়ের নতুন প্রকল্প সি.আর.ই.সি’র চলমান কাজে বালির বাঁধ ও রাস্তা তৈরির ফলে সপ্তাহব্যাপী অতিবৃষ্টিতে পদ্মবিলা এবং ঘুনি গ্রামের কয়েকশত বাড়ি-ঘর, ফসল, গবাদি পশুসহ শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জনপ্রতিনিধি এবং বিভিন্ন অফিসে ছুটাছুটি করে পানি নিস্কাশনের কোন ব্যাবস্থা না হওয়ায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনটি সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য ইউসুফ আলী মোল্যা, ৯নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লিটন, সমাজসেবক রফিকুল ইসলাম, সেলিম রেজা, মাহাবুর রহমান, জয়নাল হোসেন, আকবার আলী প্রমূখ।