শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ
যশোরে দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) সকালে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া বিভাগ।
যশোর বিমানবন্দরে মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া দফতর জানায়, গত সোমবার যশোরে তাপমাত্রা রেকর্ড হয় ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দুই-একদিনের মধ্যে তাপমাত্রা ১১ ডিগ্রি ছাড়াতে পারে।
যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু সংবাদিকদের জানান, শীতে শিশু ও বৃদ্ধরা রোটা ভাইরাসজনিত রোগ, ডায়রিয়া, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হতে পারে। এই সময়ে সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে গরম কাপড় ব্যবহার করতে হবে। আর যদি সম্ভব হয় পানি গরম করে খেতে হবে।
আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি। তৃতীয় সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, ১০ দশমিক ২ ডিগ্রি।