যশোর অফিস : প্রিয়া সাহার বিরুদ্ধে যশোরে দেশদ্রোহী ও নির্বাচিত সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়েছে। রোববার সকালে যশোর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে অভিযোগ দাখিল করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম মোস্তফা কামাল ।
বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনি জানান, অভিযোগ আমলে নিয়ে আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং আদাালত পরে
দুুুপুরে সেেটা খারিজ করে দেেন । অবশ্য বাদি দুপুরে মামলা প্রত্যাাহারের আবেদন করেন।
এজাহারে বলা হয়েছে, প্রিয়া সাহা দেশদ্রোহী ও নির্বাচিত সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দীর্ঘদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। যার অংশ হিসেবে গত ১৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ করেন, বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানকে গুম করা হয়েছে। এছাড়া আরো ১৮মিলিয়ন সংখ্যালঘু জনগণ চরম নির্যাতনের শিকার হয়েছেন। প্রিয়া সাহা আরও বলেছেন ‘আমি ঘর হারিয়েছি, আমার জমি নিয়ে নিয়েছে, বাড়ি-ঘরে আগুন লাগিয়েছে।’ প্রকৃতপক্ষে এসবের কোন ঘটনাই ঘটেনি। তিনি মিথ্যা অভিযোগ করে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।