একাত্তর নিউজ ২৪: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য, যশোর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের ফটো সাংবাদিক নূর ইমাম বাবুলের মা শামসুন্নাহার (৮৫) বার্ধ্যকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুরে শহরের পালবাড়ি খয়েরতলা গাজীরঘাট এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গাজীরঘাট জামে মসজিদে আসরবাদ তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তারপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার জানাযায় অংশ নেন ও খোঁজ খবর নেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, বিএফইউজের সহ সভাপতি মোনতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, প্রেসক্লাব যশোরের সাবেক সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফরাজি আহমেদ সাঈদ বুলবুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি জবেদ আলী, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, সদর উপজেলার চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা ও ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।