যশোরে বীজ নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, স্টাফ রিপোর্টারঃ

ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি অ্যাক্টিভিটি আয়োজনে এবং বাংলাদেশ সীড এসোসিয়েশন, অংশগ্রহণে,  ব্র্যাক টার্ক, ব্র্যাক লার্নিং সেন্টার যশোরে জাতীয় বীজ নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

যুগ্ম পরিচালক (বীজ বিপণন) বিএডিসি জনাব, এ,কে,এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ জনাব, মোঃ মঞ্জুরূল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেনঃ জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা জনাব, মোঃ আমিরুল ইসলাম।

 

বীজ কোম্পানী’র মালিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেনঃ যশোরের শেখ সীড কোম্পানী ও প্রাইম সীড কোম্পানী’র স্বত্বাধিকারী শেখ গফ্ফার রহমান ও সিটি সীড কোম্পানী’র স্বত্বাধিকারী শেখ আলতাফ হোসেন। ঝিনাইদহের শহিদ সীড কোম্পানী’র স্বত্বাধিকারী মোঃ শাহিদুল ইসলাম এবং জাফর সীড কোম্পানী’র স্বত্বাধিকারী মোঃ আবু জাফর প্রমুখঃ

 

অনুষ্ঠানে যশোর জেলা এবং ঝিনাইদহ জেলার প্রায় শতাধিক সুনামধন্য বীজ কোম্পানী’র মালিক এবং কৃষি মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বীজ ব্যবসায়ীগণ অংশ গ্রহন করেন।

Please follow and like us: