যশোরে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 

http://www.71news24.com/2019/03/18/1128
যশোরে ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ 
যশোর প্রতিনিধি:
গতকাল বৃহস্পতিবার যশোরের ৮ উপজেলার আনসার-ভিডিপি ভাতাভোগী দলনেতা,দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ড্যান্ট মোঃ আল আমিন প্রধান অতিথি হিসেবে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। যশোরের বিভিন্ন উপজেলার ৪৫৮ জন ভাতাভোগী সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, ১ কেজি পোলার চাল, ৪ প্যাকেট সেমাই,২০০ গ্রাম গুড়ো দুধ, আধা কেজি সুজি,১ প্যাকেট নুডুলস ও ২০০গ্রাম ঘি। অনুষ্ঠানের শুরুতে জেলা কমান্ড্যান্ট মোঃ আল আমিন প্রধান অতিথির বক্তৃতায় ভাতাভোগী সদস্যদের উদ্দেশে বলেন, মহাপরিচালক মহোদয় সকলকে সক্ষমতা অর্জনের পাশাপাশি ন্যায় ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। উপহার সামগ্রী পেয়ে সদস্যরা মহপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান অতিথি বলেন, বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব নেয়ার পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের জন্য সার্বিক কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ,বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে তিনি বাহিনীর সকল সদস্যকে দেশের গণমানুষের প্রত্যাশা পূরণের জন্য নির্দেশনা প্রদান করে আসছেন।
Please follow and like us: