শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ডেক্সঃ
করোনা দুর্যোগের মধ্যে জরুরী চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে এবার মেডিকেল টিম গঠনের উদ্যোগ নিচ্ছে ‘করোনাভাইরাস প্রতিরোধে মৈত্রী মানবিক সহায়তা কমিটি’।
গতকাল শুক্রবার কমিটির এক জরুরী সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিবর্তন যশোর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু।
এছাড়া সভা থেকে ঈদ-উল-আজাহার আগে ১০০ অসহায় শিশুকে সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজুর রহমান রুন্নু, শেখ তারিকুল ইসলাম, শেখ আলাউদ্দিন, সানোয়ার আলম খান দুলু, তৌহিদ জামান, সরোয়ার হোসেন, শিকদার খালিদ, দীপংকর বিশ্বাস, মৃন্ময় চক্রবর্তী, সুমন ব্যানার্জী, চন্দন বিশ্বাস, এইচ আর তুহিন প্রমুখ।
করোনা দুর্যোগের পর পরই বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক নেতাদের সমন্বয়ে ‘করোনাভাইরাস প্রতিরোধে মৈত্রী মানবিক সহায়তা কমিটি’ গঠন করা হয়। শুরু থেকে এই কমিটি ছাত্র মৈত্রীর সাবেক নেতাসহ বিত্তবানদের সহায়তায় একটি তহবিল গঠন করে। সেখান থেকে করোনাকালে কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এরই মধ্যে বিনা চিকিৎসায় সাধারণ মানুষ মৃত্যুর খবর ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে আসছে। এমন পরিস্থিতিতে সংগঠনটি মেডিকেল টিম গঠনের উদ্যোগ নিচ্ছে
এসব কাজে অর্থ সহায়তার জন্যে শুভান্যুধায়ীদের কাছে অনুরোধ জানানো হয়েছে। কমিটির সদস্য সচিব মামুনুর রশীদের বিকাশ নাম্বার ০১৭১৩০৭৮২৭৭-এ অর্থ সহায়তার জন্য আগ্রহীদের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।