যশোরে যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আমিনুর রহমান আর নেই

http://www.71news24.com/2019/03/18/1128

নিজস্ব প্রতিনিধি :
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা যশোর সদর উপজেলার হালসা গ্রামের আমিনুর রহমান ৭২ আর নেই। ইন্নালিল্লাহি…..রাজিউন)। ১৬ মার্চ দুপুরে যশোর ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ দিন মাগরিব বাদ হালসা গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব ওনার প্রদান করা হয়। যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ তাকে গার্ড অব ওনার প্রদান করেন। এ সময় পুলিশের একটি টিম করুন সুরে বাদ্য বাজিয়ে তাকে বিদায়ী স্যালুট জানান। জানাযা শেষ পারিবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মুক্তিযোদ্ধা আমিনুর রহমান জীবদ্দশায় বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। মুক্তিযোদ্ধাদের কয়েকটি সংগঠনসহ তিনি নজরুল চেতনার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোরের সম্মানিত বিশেষ সদস্য ছিলেন। ব্যক্তি জীবনে সাহিত্য ও সংগীত অনুরাগী আমিনুর রহমান আধ্যাত্মবাদে বিশ্বাসী ছিলেন। তার মৃত্যুর সংবাদে এলাকার শোকের ছায়া নেমে আসে।

তার দীর্ঘদিনের সাথী মুক্তিযোদ্ধাদের অনেকেই আসেন তাকে শেষবার দেখতে শেষ শ্রদ্ধা জানাতে। আমিনুর রহমানের বড় মেয়ে কবি ও শিক্ষক মাহ রিমা আমিন হাসি জানিয়েছেন ১৫ মার্চ রাতে তার বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ মুহূর্তে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা অনুভব করেন। সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর সব শেষ। ছেলে সঙ্গীতশিল্পী আমিন মাহমুদ বাবু, ভূমি অফিস কর্মচারী মেহেদী হাসান ও ছোট মেয়ে তৃপ্তি কান্নায় ভেঙে পড়েন। এ সময় বাড়িতে এক হৃদয় বিচারক পরিবেশের সৃষ্টি হয়।

Please follow and like us: