যশোর অফিস : নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন যশোরের এক আনসার সদস্য। নিহত নকদুম আলী (৫১) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিল অমিলা গ্রামের বাসিন্দা।
তিনি যশোর সদর উপজেলা বসুন্দিয়া ক্যাম্পে
দায়িত্ব পালন করছিলেন এবং আনসার ৭ নম্বর ব্যাটলিয়নের (শার্শা-নাভারন) সদস্য।
বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই সঞ্জিত কুমার জানান, আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ফজরের নামাজ পড়ে ক্যাম্পে আজসেন।
কিছুক্ষণ পর রাইফেলের গুলির আওয়াজ পেয়ে তার ঘরে গিয়ে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরো জানান, তার নিজের রাইফেল দিয়ে গলার নিচে ধরিয়ে গুলি করে রাইফেলের গুলিতে তার মুখমণ্ডল এবং মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সংবাদ পেয়ে যশোর পুলিশ সুপার মঈনুল হক
এডিশনাল গোলাম রব্বানী, কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এসপি মঈনুল হক সাংবাদিকদের জানান,
নিহত নকদুম আলী পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোরে নিজ রাইফেলের গুলিতে অানসার সদস্যর মৃত্যু
http://www.71news24.com/2019/03/18/1128
Please follow and like us: