যশোরে যুবককে মারপিট করে জখম

http://www.71news24.com/2019/03/18/1128

যশোর অফিস : যশোর শহরের বেজপাড়ার বই দোকানদার রুদ্র অধিকারী নামে এক যুবককে বিশাল সাহা, অন্তর দত্তসহ অজ্ঞাত পরিচয়ে ২/৩জন দুর্বৃত্ত্ব বেধড়ক মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে ওই এলাকার মধুসূদন অধিকারীর ছেলে। আর অভিযুক্ত বিশাল সাহা বেজপাড়ার মাঠ পাড়া এলাকার বিশ^নাথ সাহা এবং অন্তর দত্ত নলডাঙ্গা এলাকার দেবু দত্তের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, বেজপাড়া সার্বজনীন পূজা মন্দিরে কালীপূজা অনুষ্ঠান রুদ্র অধিকারী বই ও খেলনার দোকান দেয়। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে বিশাল সাহা, অন্তর সাহা ধারালো অস্ত্র নিয়ে রুদ্র অধিকারীকে এলোপাতাড়ি মারপিট করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। এসময় সে জ্ঞান হারিয়ে ফেললে তার পকেট থেকে ৭৫০ টাকা এবং দোকান ভাংচুর করে লুটপাট করে। স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্ত্বরা পালিয়ে যায়। এসময় তারা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় রুদ্র অধিকারীর পিতা মধুসূদন অধিকারী শুক্রবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেছেন।

Please follow and like us: