যশোরে রাস্তা সংস্কারের দাবীতে যশোর পৌরভবনের সামনে নগরবাসীর অবস্থান কর্মসূচি

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান,যশোর প্রতিনিধিঃ

আজ দুপুর সাড়ে ১২টায় যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড শংকরপুর জমাদ্দার পাড়া রোডের বাসিন্দা নারী-পুরুষ এক দীর্ঘ মিছিল সহকারে রাস্তা সংস্কারের দাবীতে যশোর পৌরভবনে যেয়ে অবস্থান কর্মসূচী পালন করে।
গত প্রায় ৩ বছর জমাদ্দার পাড়া রোড বর্ষাকালে ডুবে থাকে।

৭নং ওয়ার্ডের নগরবাসীর কথা শোনেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ।

রাস্তা এবং ড্রেন একাকার হয়ে যাওয়ার মুসল্লীরা নামাজ পড়তে যেতে পারেন না।
ছাত্র ছাত্রীরা জুতাপায়ে স্কুলে যেতে না পারার জন্য শিক্ষদের কাছে অপমানিত হয়।

হঠাৎ এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লেও দ্রুত হাসপাতালে নিতে গেলে কস্টের আর সীমা থাকে না, এমনকি  মুমুর্ষ রোগীকে মৃত্যু বরনও করতে হয়।

বৃষ্টির পানি সরে যাওয়ার পরের চিত্র।

অত্র এলাকায় মালামাল নেয়ার জন্য রিক্সা-ভ্যান ঢুকতে পারেনা এরাস্তা দিয়ে।
এমনকি আত্মীয় স্বজনও আসতে চায়না, দীর্ঘদিন পৌর কর্তপক্ষের কাছে আবেদন করে কোন ফল না হওয়ায় নাগরিকরা বিরক্ত হয়ে এ কর্সূচীর সিদ্ধান্ত নেয়।
যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কাউন্সিলর গোলাম মোস্তফা ও ডলি ম্যাডাম মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং আস্বঃস্থ করেন দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য উদ্যোগী হবেন।
আশ্বাসে ভরসা নিয়ে এবং পৌর-মেয়র আন্তরিক ভাবে সকলের কথা শোনায় সন্তষ্ট হয়ে দুপুর দেড়টায় তারা বাসায় ফিরে আসেন।
এলাকাবাসীর করুন মিনতি দ্রুত রাস্তাটি সংস্কার করে তাদের কষ্ট থেকে উদ্ধার করুক পৌর কর্তৃপক্ষ।

Please follow and like us: