জি এম অভি , যশোর অফিস : সময়ের আলোর ১ম বর্ষ পূর্তিতে আজ সোমবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপ¯ি’ত থেকে কেক কাটেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মির্জা মোঃ ইফতেফার আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দৌলা, সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌল্লাহ, দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান ও সময়ের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম রুবেল। এসময় যশোর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নূর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সমকালের স্টাফ রিপোর্টার এস এম তৌহিদুর রহমান, যশোর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সজল, বর্তমান কার্য নির্বাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন আলম, যুগান্তরের যশোর প্রতিনিধি ইন্দ্রজিত, যশোর সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি প্রনব দাস, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, আলোকিত বাংলাদেশের যশোর প্রতিনিধি তবিবর রহমানসহ ¯’ানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।
বক্তারা সময়ের আলো পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে পত্রিকার প্রকাশক, সম্পাদক ও প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং সময়ের আলো পত্রিকার মাধ্যমে যশোরের ঐতিহ্য সারাদেশে পরিচিত করে তোলার আহবান জানান। স্বাধীনতার প্রথম শত্রæমুক্ত ও দেশের প্রথম ডিজিটাল জেলা যশোরের সব ভালো অর্জনকে জাতির সামনে তুলে ধরতে সময়ের আলো পত্রিকা সাহসী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মিলন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ উপ¯ি’ত অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকার জন্মদিনের শুভ সুচনা করেন।