যশোরে ৫ দফা দাবিতে অ্যাম্বুলেন্স চালকদের মানববন্ধন অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা
যশোর প্রতিনিধি:
অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, পুলিশি হয়রানি বন্ধসহ ৫ দফা দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স নিয়ে মানববন্ধন হয়েছে। দাবি আদায় না হলে ১২ এপ্রিল থেকে সারাদেশে ধর্মঘটের হুঁশিয়ারি দেয়া হয়। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে আজ দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের যশোর শাখার সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে অ্যাম্বুলেন্স চালকরা এ মানববন্ধনে অংশ নেন।
এসময় চালক নেতৃবৃন্দ বলেন, জাতীয় নীতিমালা প্রণয়নে ২০২৩ সাল থেকে তারা দাবি জানিয়ে আসছেন। দাবি আদায়ে ধর্মঘট আহবান করলে বিআরটিএ চেয়ারম্যান জাতীয় নীতিমালা প্রণয়ন ও পুলিশি হয়রানি বন্ধের আশ্বাস দেন। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। বরং অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তারা। পুলিশ প্রতিদিন বিভিন্ন অজুহাতে ১০/১২ হাজার টাকা জরিমানা করে মামলা দিচ্ছে।
এ অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নির্বিঘ্ন করতে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, আয়করমুক্ত বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সকল রাস্তা, সেতু ও ফেরিতে টোল ফ্রি, আট সিটের আসন অনুমোদন ও সকল হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করা হবে।