যশোর আন্ত:জেলা চোরচক্রের ৭সদস্য গ্রেফতার, ডিবি পুলিশের সাফল্য মোটরসাইকেল ও মাস্টার চাবি উদ্ধার -71news24

http://www.71news24.com/2019/03/18/1128

একাত্তর নিউজ, যশোর অফিস :

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ০৭ (সাত) সদস্য গ্রেফতার ০৩ টি চোরাই মোটরসাইকেলসহ  মাস্টার চাবী জব্দ ০৭।

গতইং ২৮/০৪/২১ তারিখ জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার,  ‘ক’ সার্কেল, যশোর এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, যশোরের এসআই(নিঃ)/ ইদ্রিসুর রহমান, এসআই(নিঃ)/  ফজলে রাব্বি মোল্লা, এসআই(নিঃ)/  চন্দ্র কান্ত গাইন, এএসআই(নিঃ)/ শ্যামল সরকারের সমন্বয়ে একটি চৌকস টিম  কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালি জজ কোর্ট জামে মসজিদের সামনে হতে ২৮/০৪/২১ খ্রিঃ তারিখ ১৩:৩০ ঘটিকায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য (১) মোহাম্মদ আলী, (২) মোঃ রফিকুল ইসলাম, (৩) মোঃ আলিমুল মুকুলদের একটা বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ০৭ টা মাস্টার চাবী উদ্ধারসহ গ্রেফতার করেন।

যশোর ডিবি পুলিশের অভিযানে উদ্ধার কৃত মোটরসাইকেল ও মাস্টারচাবি -ছবি একাত্তর নিউজ। 

গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে যশোরের কেশবপুর হতে (৪) মোশারফ হোসেন বাবুকে গ্রেফতার করেন এবং তাদের তথ্য মতে সাতক্ষীরা জেলার তালা থানা এলাকা হতে চোর চক্রের সহযোগী (৫) মোঃ সবুজ গাজী, (৬) মোঃ আব্দুল হামিদ মোড়ল, (৭) মহসিন শেখদের দখল হতে ২ টা চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন। আসামীরা সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি কার্যক্রম করে আসছিল। উক্ত ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক চুরি, ছিনতাই মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ

(১) মোহাম্মদ আলী (৪২), পিতামৃত- মজিদ গাজী, সাং- বংশীপুর, থানা- শ্যামনগর, (২) মোঃ সবুজ গাজী (৪৫), পিতামৃত- সানাউল্লাহ, সাং- বালিয়া, (৩) মোঃ আব্দুল হামিদ মোড়ল (৪২), পিতামৃত- আঃ রাজ্জাক মোড়ল, সাং- তেরছি পূর্বপাড়া, (৪) মোঃ মহসিন শেখ (৩৭), পিতা- মোঃ ফজলু শেখ, সাং- আলাদিপুর, সর্বথানা- তালা, জেলা- সাতক্ষীরা, (৫) মোঃ রফিকুল ইসলাম (৪২), পিতামৃত- আঃ সামাদ, সাং- বাদে নাভারন, (৬) মোঃ আলিমুল মুকুল (৩০), পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং- শিওরদাহ, উভয়থানা- ঝিকরগাছা, (৭) মোঃ মোশারফ হোসেন বাবু (৫০), পিতামৃত- হেরমত আলী মোল্লা, সাং- বাশঁবাড়ীয়া, থানা- কেশবপুর, সর্বজেলা- যশোর।

 

উদ্ধারকৃত আলামতঃ

(১) ০৩ (তিন) টি চোরাই মটর সাইকেল।

(২) ০৭ (সাত) টি বিশেষ পদ্ধতিতে তৈরি করা মাস্টার চাবী।

(৩) মোবাইল সেট- ০৮ (আট) টি।

Please follow and like us: