যশোর জেলা বিএনপির কাউন্সিলে
সভাপতি সাবু সাধারণ সম্পাদক খোকন ও সাংগঠনিক রবিউল নির্বাচিত
যশোর প্রতিনিধি।।
শনিবার যশোর জেলা বিএনপির কাউন্সিলের নেতা নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। যশোর টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকি হলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাকসু ভিপি আমানুল্লাহ আমান বিজয় প্রার্থীদের নাম ঘোষণা করেন । নতুন নেতৃত্বে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন। সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল বারি রবু। দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১হাজার ৬শ ১০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে মোট ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদক পদে আগেই বিজয়ী হয়েছেন বিএনপির তৃণমূলের জনপ্রিয় নেতা দেলোয়ার হোসেন খোকন।
যশোর জেলা বিএনপির কাউন্সিল ২০২৫ উপলক্ষেে গঠিত নির্বাচন কমিশন গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করেছিেল। একই দিন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করে। তফসিল অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হয়। একই দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।