যশোর জেলা ভিত্তিক গজল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন বেনাপোলের কৃতিসন্তান হুমায়ন কবির

http://www.71news24.com/2019/03/18/1128

 শাহাবুদ্দিন আহমেদ,বেনাপোল প্রতিনিধিঃ আন নূর ফাউন্ডেশন এর উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) এর উপলক্ষে আয়োজিত যশোর জেলা ভিত্তিক গজল প্রতিযোগিতা অনুষ্ঠানে সেরা ১০ জনের মধ্যে  চ্যাম্পিয়ন হলেন বেনাপোল ভবারবেড় গ্রামের কৃতিসন্তান হুমায়ন কবির,দ্বিতীয় হয়েছেন নাভারন বুরুজ বাগানের মহিউদ্দিন,তৃতীয় হয়েছেন   চাঁদপুর চৌগাছার তাওহীদুর রহমান।

 

(১৫ ই অক্টোবর শনিবার) ভবাবেড় গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মাওলানা ইনামুল হাসান বিন নূর। এবং রেজা খোকনের সঞ্চালনায় উক্ত গজল প্রতিযোগিতা হয়।

 

এ সময় বিচারকরা প্রথম পুরস্কার ১৫ হাজার টাকার চেক তুলে দেন হুমায়ন কবিরের হাতে ও দ্বিতীয় পুরস্কার ১২ হাজার টাকার চেক তুলে দেন মহিউদ্দিনের হাতে, এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকার চেক তুলে দেন তাওহীদুর রহমানের হাতে।

এবং সান্তনা পুরস্কার হিসেবে ৭ জনের হাতে ক্রেস্ট তুলে দেন ভবারবেড় গ্রামের মসজিদের নেতাকর্মীরা।

 

এ সময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মুনাওয়ার হুসাইন মোমিন চেয়ারম্যান আল মুমিন ব্লাড ব্যাংক সাতক্ষীরা , হাফেজ মাওলানা মাহবুবুর রহমান খতিব বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ , শিল্পী এ্যাডভোকেট রোকনুজ্জামান জজ কোর্ট যশোর, এবং শিল্পী কবির বিন সামাদ চেয়ারম্যান ঠিকানা কালচারাল ফান্ডেশন।

 

উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা  করেন শিহাব  মির্জা।

Please follow and like us: