একাত্তর নিউজ, যশোর অফিস :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ থেকে যশোরের দুটি ওয়ার্ডে শুরু হয়েছে কঠোর বিধি-নিষেধ। ৩ ও ৪ নম্বর ওর্য়াডে চলা প্রথম দিনের এ বিধি নিষেধে প্রশাসন মাঠে সরব। সকালে অপ্রয়োজনে লোক চলাচল শুরু হলেও বিধি নিষেধের খবরেও অনেকেই সতর্ক হয়েছেন।
রোববার সকাল ১১ টা পর্যন্ত এ দুই ওয়ার্ডে জনসমাগম স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে। তবে অন্য ওয়ার্ডেও সাথে সংযোগ স্থল এলাকাতে বিধি নিষেধের কেনো প্রভাব দেখা যায়নি। তবে প্রশাসনের কড়াকড়ির খবর মিলছে।
সকালে এ ওয়ার্ডেও বাসিন্দাদের শহরের বিভিন্ন এলাকায় কর্মস্থলে যেতে দেখা গেছে।
গতকাল শনিবার রাতে করোনা প্রতিরোধ কমিটি যশোর পৌরসভার দুইটি ওয়ার্ডকে সরকারি বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনের সিদ্ধান্ত নেয়। যশোর পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে সরকারি এ বিধি নিষেধ কঠোরভাবে প্রতিপালনে সীমিত পরিসরে জনসাধারণ চলাচল করতে পারবে। বিনা প্রয়োজনে এই দুই ওয়ার্ডের লোকজন ঘরের বাইরে যেতে পারবেন না। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে ৷ পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করবে৷ আইন অমান্যকারীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নেয়া হবে।