যশোর বসুন্দিয়া টিচার্স এ্যসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
শেখ গফফার রহমান স্টাফ রিপোর্টার:
যশোর সদরের বসুন্দিয়ায় ‘বসুন্দিয়া টিচার্স এ্যসোসিয়েশন’র আয়োজনে ২৬ এপ্রিল শনিবার বিকাল সাড়ে তিনটায় বসুন্দিয়া মোড়স্থ্য আলহাজ্ব সৈয়দ সাদেক আলী মার্কেট চত্বরে ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
বসুন্দিয়ার স্বনামধন্য শিক্ষা সহায়ক সংগঠন ‘বসুন্দিয়া টিচার্স এ্যসোসিয়েশন। প্রতিবছরের ন্যায় ২০২৪ সালেও প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল, কিন্ডারগার্ডেন ও মাদ্রাসার চতুর্থ থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সমন্বয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে এই এ্যসোসিয়েশন। বৃত্তি পরীক্ষায় সর্বমোট ৬৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ট্যালেন্টপুলে ১৮ জন এবং সাধারণ গ্রেডে ১৩০ জন ছাত্র-ছাত্রী মেধার স্বাক্ষর রাখে। সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও যশোর জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুরুজ্জামান খান।
পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পদ্মবিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মমিনুর রহমান, আদর্শ কলেজ আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুর রহমান, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাজ্জাদ ইকবাল, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, বসুন্দি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, বসুন্দিয়া মোড় বাজার কমিটির সভাপতি মোঃ ইউসুফ আলী বিশ্বাস, জনতা ব্যাংক যশোর শাখার প্রাক্তন এজিএম এমএ করিম, ব্যবসায়ী সৈয়দ মহিউদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইচ প্রেসিডেন্ট (পিএলসি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, ব্যবসায়ী রেজাউল হক রিজু। এছাড়াও অনুষ্ঠানে বসুন্দিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বসুন্দিয়া টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঃ আক্তারুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৮ জন এবং ৩৯ মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট সহ ১ হাজার টাকা ও সাধারন বৃত্তিপ্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীর হাতের ৫ শত টাকা করে তুলে দেন।