যশোর বসুন্দিয়া মোড় বাজার কমিটির স্থগিত ফলাফল প্রকাশ :সভাপতি ইউসুফ সম্পাদক মুকুল

http://www.71news24.com/2019/03/18/1128
শেখ গফফার রহমান,স্টাফ রিপোর্টার:
যশোর সদরের বসুন্দিয়া মোড় বাজার কমিটির নির্বাচনের ফলাফল সন্ধ্যা সাড়ে সাতটায় কমিটির আহবায়ক মাওলানা শাহ আলম এর নেতৃত্বে নিজ কার্যালয়ে প্রকাশ করেন।
ফলাফল প্রকাশের সময় বিজয়ী ১৩জন ব্যবসায়ীসহ মোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ ও আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নির্বাচিত প্রত্যেককে স্ব-স্ব পদের বিজয়ী-সনদ হস্তান্তর করা হয়।
গত ২৫জানুয়ারি ২০২৫ ইং তারিখে নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও ভোট গ্রহন হলেও ভোট গণনা এবং ফলাফল প্রকাশ বিলম্বিত হয়। রাত সাড়ে ১০টায় সিঙ্গিয়া হাফেজিয়া দাখিল মাদ্রাসার ভোট কেন্দ্র থেকে বিশৃংখল মানুষের একদল জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যশোর-খুলনা মহাসড়কের উপর ফেলে আগুনে পুড়িয়ে দেয়। এঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন ও আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ফলাফল প্রকাশ স্থগিত করা হয়। দীর্ঘ ১৭দিন পর সভাপতি-সম্পাদক সহ মোট ১৩জন নির্বাচিত ব্যবসায়ী নেতার নাম প্রকাশ করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ ইউসুফ আলী বিশ্বাস ছাতা প্রতীক নিয়ে সর্বমোট ৭৬৮ ভোটের মধ্যে ৩৭১ ভোট পেয়ে জয়ী হন। সহ-সভাপতি পদে মোঃ আঃ আওয়াল ফুটবল প্রতীক নিয়ে ৩৭৯ ভোট পেয়ে জয়ীহন। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জহিরুল ইসলাম মুকুল মোরগ প্রতীক নিয়ে ৪১২ ভোট পেয়ে এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মোমবাতি প্রতীক নিয়ে ৪০৩ ভোট পেয়ে জয়লাভ করেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে উজির আলী ৩৬৪ ভোট, মোঃ আঃ রহমান সাংগাঠনিক সম্পাদক পদে ২৯৭ ভোট, প্রচার সম্পাদক পদে মোঃ ইমদাদুল হক বিনা প্রতিদ্বন্ধিতায়, দপ্তর সম্পাদক পদে সৈয়দ মাসুম বিল্লাহ ৩৮৪ ভোট পেয়ে, ক্রীড়া ও সাস্কৃতিক পদে কাজী মঞ্জুর এলাহী সনি ২৪২ ভোট পেয়ে, সদস্য পদে যথাক্রমে মোঃ ওলিয়ার রহমান ৫১৫ ভোট, মোঃ মনিরুল ইসলাম ৪৬০ ভোট, মোঃ ইসহক আলী খোকন ৪৫৬ ভোট, মোঃ আয়ুব আলী ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
বাজারের একাধিক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় ,দীর্ঘ ১৭ দিন পরে হলেও এই ফল প্রকাশে সাধারণ ব্যবসায়ী ও এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে ।
Please follow and like us: