বিদ্রোহী সাহিত্য পরিষদের (বিএসপি) ১৯৪ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু ও কবি আব্দুল খালেক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি আমির হোসেন মিলন, কবি আরশি গাইন।
সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নূরজাহান আরার নীতির পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি পদ্মনাভ অধিকারী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, কাজী রকিবুল ইসলাম, আহমদ রাজু, আবুল হাসান তুহিন, আহমেদ মাহাবুব ফারুক, অ্যাডভোকেট মাহমুদা খানম, সাধন কুমার অধিকারী, কুতুব উদ্দিন বিশ্বাস, বৈদ্যনাথ মন্ডল, শামীম বাদল, লায়লা বেগম, শরিফ উদ্দিন, শাহরিয়ার সোহেল, রফিকুল পাশা, রাশিদা আখতার লিলি, গোলাম রসূল, মুস্তাফিজুর রহমান, নার্গিস আক্তার নাজমা, রহমান মুজিব, মহব্বত আলী মন্টু, এএফএম মোমিন যশোরী, মাসুম বিল্লাহ, মুস্তাক মহম্মদ, মো. শামীম, হুমায়ন কবীর, আব্দুল আলিম, উত্তম কুমার, শংকর নিভানন, রেজাউল করিম রোমেল, সানজিদা ফেরদৌস, অধ্যাপক মো. জাহাঙ্গীর, শ্রাবণী আক্তার উর্মি, নজরুল ইসলাম, মোস্তানূর রহমান সাক্ষর প্রমুখ।
সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের বড় বোন আনোয়ারা বেগমের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া ১৯৫তম মাসিক সাহিত্য সভা ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।