একাত্তর নিউজ ডেস্ক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সেন্ট্রাল ক্যাশ কাউন্টার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু কন্যা, সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে অঙ্গীকার করেছেন সেই আলোকে যশোর জেনারেল হাসপাতালের সেন্ট্রাল ক্যাশ কাউন্টার উদ্বোধন করা হলো। একই সাথে ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রমের উদ্বোধন করা হলো। শেখ হাসিনা সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যুগান্তকারী নানা পদক্ষেপ গ্রহন করেছে। যার সুফল পাবে এদেশের জনগণ।
বৃহস্পতিবার বেলা ১১টায় ক্যাশ কাউন্টার উদ্বোধন শেষে হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মঈনুল হক, যশোর সিভিল সার্জন দিলীপ কুমার রায়, যশোর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. গিয়াসউদ্দিন, হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. ইয়াকুব কবীর, আবাসিক মেডিকেল অফিসার ডা. অহেদুজ্জামান ডিটু, উপসেবা তত্ত্বাবধায়ক রেহেনা আক্তার, অধ্যাপক ডা. আখতারুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. গোলাম ফারুক, সিনিয়র কন.(সার্জারী) ডা. আব্দুর রহিম মোড়ল, সহকারী অধ্যাপক ডা. এ. এইচ, এম আব্দুর রউফ, ডা. নিলুফার ইসলাম, ডা. ইমদাদুল হক, ডা. মনোজ সেনগুপ্ত, ডা. হাসান আব্দুল্লাহ, ডা. তহিদুল ইসলাম, জাগরণী চক্রের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু, যশোর পৌরসভার কাউন্সিলার শেখ মোকছিমুল বারী অপু, সমাজসেবা অফিসার ইতিসেন, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, যশোর জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সাংস্কৃতিক সম্পাদক এসএম. জাহাঙ্গীর হোসেন খোকন, শাহজাহান আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
এলজিডিআরডির প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য বলেন, দেশের সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জেলা পর্যায়ে হাসপাতালে সেন্ট্রাল ক্যাশ কাউন্টারের কার্যক্রম শুরু করেছে। আর ডিজিটাল জেলা যশোরে প্রথম সেন্ট্রাল ক্যাশ কাউন্টার চালু করা হলো। পর্যায়ক্রমে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সেন্ট্রাল ক্যাশ কাউন্টার চালু করা হবে।