যশোর -২ আসনের সাবেক সাংসদ মুহাদ্দিস আবু সাঈদ আর নেই -71News24

http://www.71news24.com/2019/03/18/1128

শেখ গফ্ফার রহমান, একাত্তর নিউজ ২৪. ডেক্সঃ

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের (পশ্চিম) নায়েবে আমীর মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

আজ শনিবার (৩০ মে) বিকাল সাড়ে ৩টার দিকে যশোর শহরের শংকরপুর মেডিক্যাল কলেজ এলাকার একটি বেসরকারি ক্লিনিকে তার মৃত্যু হয়। স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

যশোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও চৌগাছা উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা মিজানুর রহমান খান জানান, দুপুরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিক ভাবে পরিবারের সদস্যরা তাকে যশোরের একটি ক্লিনিকে নেন। পরে চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

 

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি নেতা মিজানুর রহমান খান। তিনি করোনা স্বাস্থ্যবিধি মেনে জানাজায় শরিক হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

মুহাদ্দিস আবু সাঈদ সারাজীবন জামায়াতের রাজনীতির পাশাপাশি যশোর সদর উপজেলার পদ্মবিলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল পদে কর্মরত ছিলেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন।

Please follow and like us: