রাতের আধারে চেয়ারম্যানের আমবাগান কেটে সাবাড় 71news24

http://www.71news24.com/2019/03/18/1128

 মোঃ মেহেদী হাসান :  যশোরের মণিরামপুরে আব্দুল বারী নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানের দুইবিঘা জমির আমবাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময়ে উপজেলার দেবীদাসপুর মাঠে ঘটনাটি ঘটে। আব্দুল বারী দেবীদাসপুর গ্রামের বাসিন্দা।

 

 

তিনি ২০০০-২০০৭ সাল পর্যন্ত মণিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। আব্দুল বারী বলেন, অনেক আগ থেকেই আমের চাষ করি। দেবীদাসপুর মাঠে আগের চার বিঘা জমিতে আমের বাগান রয়েছে। লাভজনক হওয়ায় গত বছর ওই মাঠে আরো দুই বিঘা জমিতে বারি-৪ ও হাড়িভাঙা জাতের ১০৫ টি আমের কলম লাগিয়েছি। প্রতিটি কলমে মুকুল ধরেছে।

 

 

সোমবার রাতে কে বা কারা সবকয়টি আমের কলম গোড়া থেকে কেটে দিয়েছে। আজ (মঙ্গলবার) সকালে আব্দুস সালাম নামে বাকোশপোল গ্রামের এক কৃষক মাঠে এসে বাগান কাটা দেখে আমাকে খবর দেয়। তবে, কে বা কারা নারকীয় কা-টি ঘটিয়েছে তা জানা যায়নি। কারও সাথে তার কোন শত্রুতা নেই বলে জানান সাবেক এই চেয়ারম্যান।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সকালে ক্ষেতের মালিক ফোনে বিষয়টি জানিয়েছেন। তাকে থানায় জিডি করতে বলা হয়েছে। মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us: