জি এম অভি ,যশোর : যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও রাজারহাট শান্তি শৃংঙ্খলা কমিটির আহ্বায়ক মাহামুদ হাসান লাইফ বলেছেন, এ দেশ আমাদের সকলের বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্ঠান্ত। বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে।
শারদীয় উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। এখানে সকল ধর্মের মিলন মেলায় পরিণত হয়। ধর্ম যার যার আর উৎসব সবার। দেশ ও জাতির তথা এ অঞ্চলের মানব কল্যানে সবাই মিলে মিশে আমরা কাজ করছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের অন্যতম রাষ্ট্রে পরিণত হয়েছে।
এর আগে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজনীন নাহার ও মাহামুদ হাসান লাইফের যৌথ উদ্দ্যেগে শারদীয় দূর্গা পুজা উপলক্ষে রামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অপেক্ষাকৃত গরীবদের মাঝে শাড়ী বিতরণ করেন|
তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোমবার বিকালে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বলাডাঙ্গা, শ্রীকান্ত নগর, খরিছা ডাঙ্গা, পালপাড়া, কামাল পুর সাহাপাড়া, সিরাজ সিংহ মিস্ত্রী পাড়া, কুয়াদা বাজার সহ বেশ কয়টি পুজা মন্ডপ পরিদর্শন করেন ।
মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন পুজারী ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
যশোর জেলা তরুন লীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহামুদ হাসান লাইফ , তিনি গতকাল প্রায় ১০ টি পুজা মন্ডব ঘুরে ঘুরে দেখেন ও খোজখবর নেন। পুজা মন্ডব পরিদর্শনকালে তার সাথে আওয়ামীলীগের তৃনমুলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
যশোর জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও রাজারহাট শান্তি শৃংঙ্খলা কমিটির আহ্বায়ক, সহ মাহমুদ হাসান লাইফ একাধারে, রাজারহাঁট বাজার বণিক সমিতির সাংগাঠনিক সম্পাদক,মুড়লি বণিক সমিতির সাধারন সম্পাদক, মুড়লি তাঁরা জামে মসজিদ কমিটির যুগ্মসাধারন সম্পাদক,মুড়লি দারুস সালাম উম্মুল কোরআন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সুতিঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও যশোর সদর উপজেলা যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।